ময়মনসিংহ কৃষি প্রধান একটি বিভাগ । এ বিভাগের আয়তন 10,570.74 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 1,19.91,543 সর্বমোট সক্ষম দম্পতির সংখ্যা 22,78,439 পরিবার পরিকল্পনা পদ্ধিতি গ্রহনকারীর হার 79.25% । বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার 1.37% , টিএফআর 2.24 এর্ং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার 68.3% । এ ছারা অপূর্ণ চাহিদার হার 12.1% থেকে কমে 9.5% এবং ড্রপ আউট রেট 30% এ হ্রাস পেয়েছে । মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে 24/7 ঘন্টা নিরাপদ প্রসব সেবার ব্যবস্থা করা হয়েছে। ফলে মাতৃ মৃত্যু ও শিশু মিত্যু হার হ্রাস পেয়েছে এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারীর হার 37% হতে 39% উন্নীত হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত সেবা প্রদানকারীর সহায়তায় প্রসব সেবার হার 42% ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস