বাংলাদশে একটি জনবহুল দেশ। তম্মধ্যে ময়মনসিংহ একটি কৃষি প্রধান ও জনবহুল বিভাগ। এ বিভাগের আয়তন ১০,৫৭০.৭৪ বর্গ কিলোমিটার। বিভাগের সর্বমোট সক্ষম দম্পতরি সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ৩ শত ২০ টি (এমআইএস, ফেব্রুয়ারী, ২০২৪), তার মধ্যে পরবিার পরকিল্পনা পদ্ধতি গ্রহনকারীর সংষ্যা ১৮ লক্ষ ২৬ হাজার ২৮ জন। পদ্ধতি গ্রহীতার হার (সিএআর) ৭৮.৪৬% (এমআইএস, ফেব্রুয়ারী, ২০২৪) এবং পদ্ধতি ব্যবহারকারীর হার (সিপিআর) ৬৪% (বিডিএইচএস, ২০২২) । র্বতমানে মোট প্রজনন হার (টিএফআর) ২.৭ (বিডিএইচএস, ২০২২)। এছাড়া অর্পূণ চাহদিার হার ১০% (বিডিএইচএস, ২০২২)। মাতৃ মৃত্যুর অনুপাত (প্রতি লক্ষ জীবিত জন্মে) ১্৩৬ হয়েছে (https://sdg.gov.bd/page/indicator-wise/5/429/3/0#1, ২০২৩) এবং নবজাতকরে মৃত্যুরহার (প্রতি হাজার জীবতি জন্মে) ২০ (https://sdg.gov.bd/page/indicator-wise/5/429/3/0#1, ২০২৩)। দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসব সেবার হার ৭০% এ উন্নীত হয়ছে (বিডিইচএস, ২০২২)।
২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
টিএফআর ২.৭০ হতে ২.১ এ হ্রাস করা, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৪% থেকে ৬৫% এ উন্নীত করা, অপূর্ণ চাহিদার হার ১০% হতে ৯%এ হ্রাস করা। শিশুমৃত্যু হার (প্রতি হাজারে) ২০ জন হতে ১৮ জনে হ্রাস করা, মাতৃমৃত্যু (প্রতি লক্ষ জীবিত জন্মে) ১৩৬ জন হতে ১৩০ জনে কমিয়ে আনা এবং দক্ষ সেবাদানকারীর সহায়তায় প্রসব সেবার হার ৭০% হতে ৭৫ % এ উন্নীত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস